সুলতান শাহাজান, শ্যামনগর: রাজনৈতিক পট পরিবর্তনের পর সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একের পর এক অপরাধে জড়িয়ে পড়ছে। ছিনতাই, ঘের দখল, চাঁদাবাজির ঘটনায় উঠে এসেছে তাদের নাম পরিচয়। সেসব ঘটনা ফলাও করে গণমাধ্যমে প্রচারও হয়েছে। তবে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা বিএনপি।
দলীয় নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা বিএনপির সাংগঠনিক ভিত্তি অত্যন্ত দুর্বল। নেতৃবৃন্দের মধ্যকার দ্বন্দ্ব বেশ প্রকট। এমতাবস্থায় আনুগত্য হারানোর শংকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।
নেতৃবৃন্দের দাবি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় উৎসাহিত হচ্ছে অন্যরা। ফলে সম্ভব্য সুসময়ের অপেক্ষায় থাকা বিএনপির প্রতি সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে।