মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তেল কম দেওয়ায় শ্যামনগর ফিলিং স্টেশনকে জরিমানা

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

উপকূলীয় প্রতিনিধি: পরিমানে কম দেওয়ার অভিযোগে শ্যামনগর ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেন।

মি. নাজমুল হাসান জানান, শ্যামনগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে প্রতি ৫ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার এবং প্রতি ৫ লিটার পেট্রোল ও অকটেনে ২০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এজন্য পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা জানান, পাম্পের মালিক বকুল নিজেকে সবসময় অত্যন্ত সৎ ব্যবসায়ী হিসেবে দাবি করে থাকেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!