ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সদর উপজেলা ডিজিটাল কর্নারে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও স্থানীয় সরকার বিভাগের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজলা প্রশাসন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায়ের আওতায় এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
সভায় গ্রাম আদালতের আইন, বিধি ও মামলার লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক ও নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন।