রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আশাশুনিতে লিডার্সের উদ্যােগে নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে জলবায়ু পরিবর্নজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংস্থা লিডার্স জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করে।

প্রকল্প অফিসার রওনক আরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি জলবায়ু অ্যাডভোকেসি ফোরামের সদস্য বনমালী দাশ, অবলম্বন ফুড ব্যাংকের সভাপতি যমুনা রানী ও প্রকল্পের টিম লিডার রনজিৎ কুমার মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রনজিৎ কুমার মন্ডল বলেন, নারীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে দুর্যোগকালীন সময়ে পারিবারিক ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব। আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়-ক্ষতি মোকাবেলা করে টিকে থাকার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের ক্ষতিপূরণ প্রদানে কর্মকৌশল প্রণয়নে ভূমিকা রাখবে।

এসময় ১০০ জন যুব-নারীর মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি ডিগনিটি সামগ্রী প্যাকেজে ১টি ঢাকনাসহ বালতি, ৫ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ১ পিস তোয়লে, ১টি স্যাভলন সাবান, ১ প্যাকেট ওয়াশিং পাউডার ও ১টি লিকুইড স্যাভলন ছিল।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!