মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা

প্রতিবেদক
the editors
অক্টোবর ১, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রবীণ হিতৈষী সংঘ ‌‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যে এই সভার আয়োজন করে।

সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, ডা. মো. নওয়াব আলী, আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মো.আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ, নব দিগন্ত সংস্কার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, এন জেড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মুনজুর হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবার প্রবেশন অফিসার সুমনা শারমিন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!