শুক্রবার , ৫ মে ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সরিয়ে নেওয়া হলো ১০০০ লোককে

প্রতিবেদক
admin
মে ৫, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগোর নতুন অগ্ন্যুৎপাতের পর গুয়েতেমালার এক হাজারেরও বেশি লোককে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) তাদের এ নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

দেশটির নাগরিক সুরক্ষা কর্মকর্তা অস্কার কসিওর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ ফুয়েগোর কাছাকাছি বসবাসকারী পাঁচটি সম্প্রদায়ের ১০৫৪ জনকে একটি অস্থায়ী আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে।

গুয়াতেমালার দুর্যোগ সংস্থা কনরেড বলেছে, আগ্নেয়গিরিটি পাইরোক্লাস্টিক ও ছাই প্রবাহের মতো সম্ভাব্য বিপদ সৃষ্টি করছে।

সংস্থাটি আরও বলেছে, ফুয়েগোর অগ্ন্যুৎপাতের পর গরম ছাইয়ের মেঘ এ অঞ্চলের প্রায় একলাখ মানুষকে ক্ষতি করতে পারে।

২০১৮ সালে ফুয়েগোর অগ্ন্যুৎপাতে ১৯৪ জনের মৃত্যু ও শত শত লোক নিখোঁজ হন। আহত ও বাস্তুচ্যুত হন আরও অনেক।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!