ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ‘নতুন প্রজন্ম কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) সকালে স্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিব হোসেন বাবলা, জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক, আল-মামুন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।