ডেস্ক রিপোর্ট: উদীচী শিল্পী গোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি ও অবসরপ্রাপ্ত ব্যাংকার শেখ সিদ্দিকুর রহমান রচিত প্রথমগ্রন্থ ‘সাতক্ষীরা : জীবন ও ঐতিহ্য’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে গ্রন্থটি নিয়ে আলোচনা করেন উপভাষা গবেষক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মিজানুর রহমান, কবি কিশোরী মোহন সরকার ও কবি অধ্যাপক শুভ্র আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির রচয়িতা শেখ সিদ্দিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদার রহমান, বিশিষ্ট কবি ও গীতিকার মোকাম আলী খান, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কণ্ঠশিল্পী চৈতালী মূখার্জী, কবি স ম তুহিন, উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, লেখক মনিরুজ্জামান মুন্না, কণ্ঠশিল্পী শহিদুল ইসলাম, কবি মনিরুজ্জামান মন্ময় মনির, কবি দিলরুবা রোজ, সাকিবুর রহমান বাবলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কবি তামান্না জাবরিন।