বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে ক্রমবর্ধমান হারে। উপকূলীয় এলাকায় সাইক্লোন, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় অনুষ্ঠিত আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোরামের সদস্য বিমল কৃষ্ণ মণ্ডল, বনমালী দাস, রতন অধিকারী, অজয় মণ্ডল, মনিরুল ইসলাম, মোহন্ত কুমার হালদার, আকাশ হোসেন, আসলাম লিংকন, মিনতি রানী রায়,কল্যানী সরকার প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী গৌতম কুমার ঘোষ, রনজিত কুমার মন্ডল, প্রজেক্ট অফিসার রওনক আরা এবং লিডার্সের অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক। প্রেস বিজ্ঞপ্তি