উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ‘প্রমোশন অব এগ্রো ইকোলজি, ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ফুড সভেরিনিটি প্রোগ্রাম ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় শ্যামনগর রিসোর্স সেন্টারে এই কর্মশালার আয়োজন করে।
রোববার (৬ অক্টোবর) সকালে কর্মশালার উদ্বোধন করেন বারসিক এর পরিচালক (কৃষি প্রতিবেশবিদ্যা ও খাদ্য নিরাপত্তা) এ.বি.এম তৌহিদুল আলম।
বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে এতে প্রশিক্ষণ দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কমিউনিটি মোবিলাইজার মিসেস সাবরিনা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের মহিলা বিষয়ক প্রতিনিধি সুমাইয়া জান্নাত, ধুমঘাট শাপলা কৃষি নারী উন্নয়ন সংগঠন এর প্রতিষ্ঠাতা অল্পনা রাণী মিস্ত্রি, জয়াখালী নারী সংগঠন এর সভানেত্রী নাজমুন নাহার, শীলতলা সূর্যমুখী নারী উন্নয়ন সংগঠন এর সভানেত্রী মিতা রানী, আটুলিয়া দুর্যোগ সহনশীল বাড়ির পারুল বৈদ্য, জেলেখালী কৃষক সংগঠন এর রাকেশ আউলিয়া, মুন্ডা জনগোষ্ঠীর প্রতিনিধি প্রিয়তোষ মুন্ডা, শিক্ষার্থী প্রতিনিধি জয়শ্রী রাণী প্রমুখ।
কর্মশালায় শ্যামনগরের যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির মো. আসাদউল্লাহ, আনিকা ইসলাম, সাদিয়া সুলতানা, মো. শামীম হোসেন ছাড়াও বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টার এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।