ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুস সামাদ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. রফিকুল ইসলাম রফিক, অ্যাড. এসএম আতাউর রহমান, অ্যাড. মো. জিয়াউর রহমান, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. নিজাম উদ্দিন, অ্যাড. মো. ওসমান গনি, অ্যাড. মো. গোলাম মোস্তফা, অ্যাড. মো. ওকালত হোসেন, অ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, অ্যাড. প্রবীর মুখার্জি, অ্যাড. সুভাষ, অ্যাড. আবু রায়হান, অ্যাড. সাহেদ, অ্যাড. শিমুল, অ্যাড. মো. আব্দুল্লাহ আল-মামুন, অ্যাড. সাইদুজ্জামান জিকো, অ্যাড. শাহনাজ পারভীন মিলি, অ্যাড. রেশমা পারভীন, অ্যাড. লাকি ইয়াসমিন, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. আমিনুর রহমান চঞ্চল প্রমুখ।
সভায় বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের আগামী নির্বাচনকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।