এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রাম সংলগ্ন নদীর চরে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে, মেরিডিয়ান ইনস্টিটিউটের আর্থিক সহযোগিতায় এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের কারিগরি সহায়তায় Securing blue carbon ecosystem for sustainable fisheries and climate change adaptation for fishers in Sundarbans প্রকল্পের আওতায় এই কার্যক্রম শুরু হয়।
বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ০৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান, স্থানীয় বাসিন্দা ও লিডার্সের কর্মকর্তাবৃন্দ।
ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের গুরুত্ব নিয়ে জিয়াউর রহমান বলেন, উপকূলীয় এলাকায় নদীর ভাঙ্গন রোধ এবং সাইক্লোন, ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকার মানুষকে রক্ষা করতে বনায়ন কার্যক্রম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।