সুলতান শাহাজান, শ্যামনগর: দুর্গাপূজাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী, রমজাননগর ও নূরনগরের সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারীদের দৌরাত্ম্য বেড়েছে। বিশেষ করে কৈখালী সীমান্ত চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে তারা। এই সীমান্তটি সুন্দরবন লাগোয়া হওয়ায় সুন্দরবনের নদী পথে দিন-রাতে ভারত থেকে হরহামেশাই ঢুকছে বিভিন্ন প্রকার মাদকসহ অবৈধ ভারতীয় পণ্যের চালান।
সীমান্ত এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই চোরাচালানের সাথে জড়িত রয়েছে একাধিক সিন্ডিকেট। তারা দেশের রাজনৈতিক পটপরিবর্তনকে পুঁজি করে সীমান্তে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ম্যানেজ’ করে নিরাপদে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী মাঝেমধ্যে লোকদেখানো অভিযান চালিয়ে মাদকসহ মালামাল উদ্ধার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বহনকারী ও মূল হোতারা।
জানা যায়, পূজা উপলক্ষে শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত দিয়ে প্রতিদিন দেশে আসছে অবৈধ মাদকদ্রব্য। সীমান্ত পেরোনোর পর কিছুটা নৌপথ ও কিছুটা সড়কপথ পেরিয়ে শহরে প্রবেশ করেছে মাদকগুলো। কেবল কৈখালী দিয়েই প্রায় প্রতিদিনই বিভিন্ন ব্র্যান্ডের মাদক মদ, ফেনসিডিল, এলএসডি (আইচ), ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ভারতীয় মালামাল অবৈধভাবে দেশে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকা ভারত থেকে অবৈধ পথে আসা ৪৯ বোতল রয়েল স্ট্যার্ক ও ম্যাজিক মোমেন্ট উদ্ধার করে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রাত আটটার দিকে উদ্ধারকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। যদিও স্থানীয়দের দাবি উদ্ধারকৃত মালামালের পরিমান অনেক বেশী ছিল।
এঘটনায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র জানায়, শৈলখালী এলাকার ধীরাজ মন্ডল নামের এক ব্যক্তির বাড়ি থেকে দুই বস্তা মালামাল নিয়ে যায় কোস্টগার্ড। অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা এসব দামী ব্যান্ডের মালামাল স্থানীয় চোরাকারবারী আবুল কাশেম ও তার লোকজনের বলেও তারা নিশ্চিত করেন। তবে নিরাপত্তার স্বার্থে এসব গ্রামবাসী নিজেদের নামপরিচয় প্রকাশে আপত্তি জানায়।
স্থানীয়দের তথ্য মতে, উপজেলার কৈখালী, রমজাননগর, নুরনগর এলাকার আবুল কাশেম, ধীরাজ মন্ডল, জুব্বার, লতিফ, রেজাউল, কালীঞ্চির পলাতক আব্দুল্লাহ, হাফিজুর, সিরাজুল, ফারুক ও রাজুসহ বেশ কয়েকজনের সিন্ডিকেট প্রতিনিয়ত মাদকসহ বিভিন্ন অবৈধ ভারতীয় পণ্যের চালান দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী মাঝেমধ্যে অভিযান চালিয়ে মাদকসহ এর মধ্যে দুই একজনকে আটক করলেও আইনের ফাঁক-ফোকরে তারা বেরিয়ে পুনরায় চোরাকারবারী কাজে নিয়োজিত হচ্ছে।
তবে বিজিবি ও কোস্টগার্ড সূত্র বলছে, সীমান্তে তারা সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে। টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন সময় চোরাকারবারীদের আটকও করা হচ্ছে।