শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

৪০ বলে সেঞ্চুরি স্যামসনের

প্রতিবেদক
the editors
অক্টোবর ১২, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশকে নিয়ে রীতিমত ছেলেখেলা করছে ভারত। যে বোলারই সামনে আসছে, চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছেন সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদবরা।

এর মধ্যে রিশাদ হোসেনের জন্য এসেছে দুঃস্বপ্নের রাত। ইনিংসের দশম ওভারে তার প্রথম বলটি ডট হয়েছিল। এরপর টানা পাঁচ ছক্কা হাঁকান সঞ্জু স্যামসন।

এদিকে ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন সঞ্জু স্যামসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে এটি তার প্রথম সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.২ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৮৩ রান।

হায়দরাবাদে মাহমুদউল্লাহর বিদায়ী টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। অফস্পিনার শেখ মেহেদিকে দিয়ে বোলিং উদ্বোধন করেন নাজমুল হোসেন শান্ত। মেহেদি প্রথম ওভারে দেন ৭ রান।

তবে পরের ওভারে উদারহস্তে রান বিলিয়েছেন তাসকিন আহমেদ। তাকে টানা চারটি বাউন্ডারি হাঁকান সঞ্জু স্যামসন।

তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিব এসে তুলে নেন অভিষেক শর্মাকে। পুল করতে গিয়ে মিডউইকেটে শেখ মেহেদির দারুণ ক্যাচ হন ভারতীয় ওপেনার (৪ বলে ৪)।

কিন্তু এরপর সঞ্জু স্যামসন আর সূর্যকুমার যাদব চালিয়ে খেলতে থাকেন। ২২ বলে ফিফটি করেন স্যামসন। পাওয়ার প্লের ৬ ওভারেই ভারত তোলে ১ উইকেটে ৮২ রান। এরপর সূর্যকুমার ফিফটি করেন ২৩ বলে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!