ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার ৭০ দশমিক ১১ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হারে সাতক্ষীরা জেলা যশোর বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে। এ তালিকায় শীর্ষে রয়েছে যশোর জেলা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. বিশ^াস শাহীন আহমেদ এ তথ্য জানান।
তথ্য মতে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার ১৩ হাজার ৩৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯ হাজার ৩৬৮ জন উত্তীর্ণ হয়েছে।