সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর একতা যুব সংঘের উদ্যোগে রাত্রিকালীন মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় পরানপুর বাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশ নেয়।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে স্থানীয় দর্শকদের উপস্থিতি লক্ষ্যণীয়। অত্যন্ত আনন্দের সঙ্গেই টুর্নামেন্টের খেলা উপভোগ করছেন দর্শকরা।
কৈখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজী শাহ আলম।
উদ্বোধনকালে গাজী শাহ আলম বলেন, তরুণ সমাজকে মাদক এবং অনৈতিক কাজ থেকে দূরে রাখার জন্য এমন আয়োজন প্রশংসনীয়।
নুরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মালয়েশিয়া প্রবাসী হারুন অর রশিদ, যশোরেশ্বরী মন্দিরের সহকারী পুরোহিত দেবব্রত ব্যানার্জি, স্বেচ্ছাসেবক গাজী মোস্তাক হোসেন প্রমুখ।
টুর্নামেন্টের রেফারির দায়িত্ব পালন করেন ফজলুর রহমান। সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন আকরাম হোসেন ও আনিসুর রহমান। ধারা বিবরণের দায়িত্ব পালন করছেন নূর মোহাম্মদ ও তাপস মন্ডল।