শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় জামায়াতের যুব প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
the editors
অক্টোবর ২৬, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

সাতক্ষীরায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সাতক্ষীরা জেলা যুববিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক উদ্বোধনী বক্তব্য রাখেন।

আলোচনায় অংশ নেন জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক শফিকুর রহমান, খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, নবনির্বাচিত আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

কর্মশালায় দারসুল কোরআন পেশ করেন দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও শিবিরের সাবেক নেতা হাফেজ এমাদুল হক।

এসময় খুলনা মহানগর আমীর মাহফুজুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। যুবসমাজ যেকোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!