স্পোর্টস ডেস্ক: গত বুধবার (৩০ অক্টোবর) ৬৪তম জন্মদিন ছিল ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার। একদিন পরেই তাকে নিয়ে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার কথা জানিয়েছেন এই কিংবদন্তির সন্তানেরা।
আর্জেন্টিনার বুয়েনস এইরেসের পর্যটনকেন্দ্র পুয়ের্তো মাদেরোয় একটি ‘এম১০ মেমোরিয়াল’ স্থাপন করা হবে। যা থাকবে এই ফাউন্ডেশনের অধীনে।
২০২৫ সালে দর্শনার্থীদের জন্য খুলে এই ‘এম১০ মেমোরিয়াল’। আর্জেন্টিনায় এক অনুষ্ঠানে ম্যারাডোনার মেয়ে দালমা বাকি ভাই-বোনদের পক্ষ থেকে বলেন, ‘আমরা আমাদের পিতাকে মানুষের ভালোবাসার কাছাকাছি নিয়ে যেতে চাই। যারা তার কাছে ফুল নিয়ে আসতে চান, তাদের সেই ইচ্ছাপূরণের সুযোগ করে দিতে চাই। ’
এদিকে এম১০ মেমোরিয়াল এই বিষয়ে একটি বিবৃতি দেয় ওয়েবসাইটে। সেখানে জানানো হয়, ১০০০ বর্গমিটার আয়তনের ফাউন্ডেশন আঙিনায় সকল আর্জেন্টাইন কোনো খরচ ছাড়াই ঢুকতে পারবেন। কিন্তু মেমোরিয়ালের ‘হেরিটেজ ওয়াল’র সামনে ছবি তুলতে হলে দিতে হবে ম্যারাডোনা ফাউন্ডেশনে অনুদান।
১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ম্যারাডোনা ২০২০ সালে ২৫ নভেম্বর মারা যান। হৃদরোগে আক্রান্ত হওয়া এই মৃত্যুর কারণ হিসেবে থাকলেও অনেক তথ্য উঠে এসেছে। আর্জেন্টাইন এই গ্রেটের মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে চাননি অনেকেই।