শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বাবার নামে ফাউন্ডেশন করার ঘোষণা ম্যারাডোনার সন্তানদের

প্রতিবেদক
the editors
নভেম্বর ১, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: গত বুধবার (৩০ অক্টোবর) ৬৪তম জন্মদিন ছিল ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার। একদিন পরেই তাকে নিয়ে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার কথা জানিয়েছেন এই কিংবদন্তির সন্তানেরা।

আর্জেন্টিনার বুয়েনস এইরেসের পর্যটনকেন্দ্র পুয়ের্তো মাদেরোয় একটি ‘এম১০ মেমোরিয়াল’ স্থাপন করা হবে। যা থাকবে এই ফাউন্ডেশনের অধীনে।
২০২৫ সালে দর্শনার্থীদের জন্য খুলে এই ‘এম১০ মেমোরিয়াল’। আর্জেন্টিনায় এক অনুষ্ঠানে ম্যারাডোনার মেয়ে দালমা বাকি ভাই-বোনদের পক্ষ থেকে বলেন, ‘আমরা আমাদের পিতাকে মানুষের ভালোবাসার কাছাকাছি নিয়ে যেতে চাই। যারা তার কাছে ফুল নিয়ে আসতে চান, তাদের সেই ইচ্ছাপূরণের সুযোগ করে দিতে চাই। ’

এদিকে এম১০ মেমোরিয়াল এই বিষয়ে একটি বিবৃতি দেয় ওয়েবসাইটে। সেখানে জানানো হয়, ১০০০ বর্গমিটার আয়তনের ফাউন্ডেশন আঙিনায় সকল আর্জেন্টাইন কোনো খরচ ছাড়াই ঢুকতে পারবেন। কিন্তু মেমোরিয়ালের ‘হেরিটেজ ওয়াল’র সামনে ছবি তুলতে হলে দিতে হবে ম্যারাডোনা ফাউন্ডেশনে অনুদান।

১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ম্যারাডোনা ২০২০ সালে ২৫ নভেম্বর মারা যান। হৃদরোগে আক্রান্ত হওয়া এই মৃত্যুর কারণ হিসেবে থাকলেও অনেক তথ্য উঠে এসেছে। আর্জেন্টাইন এই গ্রেটের মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে চাননি অনেকেই।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!