ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কোস্ট গার্ডের মাওয়া ও পাগলা বিসিজি স্টেশনে মাছ লুটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা মৎস্য ট্রান্সপোর্ট মালিক সমিতি ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের আয়োজনে শহরের সুলতানপুর মাছ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় মাছ পাঠানোর সময় মাওয়া বিসিজি স্টেশনের জিনায়েত হোসেন ও পাগলা বিসিজি স্টেশনের মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে ট্রাক থেকে নিয়মিত মাছ লুট করা হয়। এ কারণে মৎস্য ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।