বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

চট্টগ্রামের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে চান তামিম

প্রতিবেদক
the editors
নভেম্বর ১৪, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন আগেই। তামিম ইকবাল অবশ্য ঘরোয়া ক্রিকেটে এই ফরম্যাটেও বড় নাম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়নও করেছেন তিনি। এবারও দলটির হয়ে বিপিএল খেলতে প্রস্তুতি শুরু করেছেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার।

বিপিএলের আগেই এবার আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় লিগ ক্রিকেটের পর হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে চান তামিম। বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার।

মিরপুরে তিনি বলেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে। ’

এ বছরের মে মাসে প্রাইম ব্যাংকের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন তামিম। এরপর ভারত-বাংলাদেশ সিরিজে দিয়েছেন ধারাভাষ্য। যদিও তাকে এখন অনুশীলনেও দেখা যাচ্ছে। হান্নান সরকার বলছেন, সবার মতো ফিটনেসের পরীক্ষা দিতে হবে তামিমকেও।

তিনি বলেন, ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। জাতীয় লিগ এখনও খেলছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে। ’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতেও ছিলেন না তিনি। এই ক্রিকেটারকে নিয়ে জানতে চাইলে হান্নান বলেন, ‘সাকিবের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। আমি কিছুই জানি না। তো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারব না। ’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!