সুলতান শাহাজান, শ্যামনগর: সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা ও পুণ্যস্নানে অংশ নিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০১ জন তীর্থযাত্রী রওনা হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বুড়িগোয়ালীনি ও কোবাদক ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে তারা দুবলার চরের উদ্দেশ্যে রওনা হন।
বন বিভাগের অনুমতি নিয়ে ১২টি ট্রলারে ৪০১ জন তীর্থযাত্রী দুবলার চরের পথে রওনা হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নানে যাওয়া তীর্থযাত্রী বহনকারী ট্রলারসহ অন্যান্য নৌযানে কোনো প্রকার অবৈধ মালামাল বহন না করার শর্তে পারমিট দেওয়া হয়।
বন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে কেবল সনাতন ধর্মাবলম্বীদের বনবিভাগ পাস পারমিট দিয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জে এড হাছানুর রহমান জানান, ১৪ অক্টোবর সকাল থেকে রাস উৎসবে যোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট স্টেশন অফিস থেকে পূণ্যার্থীদের অনুমতিপত্র দেয়া শুরু হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগের সদস্যদের পাশাপাশি পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা নিয়োজিত থাকবে। রাস উৎসবে যাওয়ার ছলে কেউ যাতে অবৈধভাবে সুন্দরবনে অনুপ্রবেশ বা হরিণ ও বন্যপ্রাণী শিকার করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি রয়েছে। এজন্য বনরক্ষীরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে বলে জানান এই বন কর্মকর্তা।
প্রসঙ্গত, তিথি অনুযায়ী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিন আলোরকোলে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর ভোরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। পুণ্যার্থীদের চলাচলে নিরাপত্তার জন্য বনবিভাগ পাঁচটি রুট নির্ধারণ করেছে। এ পাঁচ রুট হলো শ্যামনগরের বুড়িগোয়ালিনী হয়ে কোবাদক-বাটুলা নদী-বল নদী-পাটকোষ্টা খাল-হংসরাজ নদী-দুবলার চর-আলোরকোল, কয়রা-শিয়াবাদ-খাসিটানা-বজবজা-আড়ুয়া শিবসা-শিবসা নদী-মরজাত-দুবলার চর-আলোরকোল, ঢাংমারী-চাঁদপাই স্টেশন-ত্রিকোনা আইল্যান্ড-বলার চর-আলোরকোল, বগী-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলারচর-দুবলার চর-আলোরকোল ও নলিয়ান স্টেশন-শিবসা-মরজাত নদী-দুবলার চর-আলোরকোল। বনবিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল এসব এলাকায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে জানিয়েছেন বন বিভাগ।