ডেস্ক রিপোর্ট: কপ২৯ এ লিডার্সের সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আজারবাইজানের রাজধানী বাকুর আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কেন্দ্রের সাইড ইভেন্ট কক্ষে Financing Loss and Damage: Way Forward for Grassroots Action শীর্ষক এই ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এতে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও সম্প্রদায়গুলোর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সমাধানের পথ নিয়ে আলোচনা করা হয়। দুই ধাপে অনুষ্ঠিত ইভেন্টটিতে টেকনিক্যাল সেগমেন্ট এ অংশ নেন ম্যানিলা অবজারভেটরির জয় রেয়েস, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, গণ উন্নয়ন কেন্দ্রের মুনির হোসেন ও ক্লাইমেট টক ফিজির ম্যাকেরিটা।
পরবর্তী স্ট্র্যাটেজিক সেগমেন্ট এ অংশ নেন ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্পিবুল, ব্র্যাকের গোলাম রাব্বানি, একশন এইডের ফারাহ কবীর, কানসার সন্জয় ভাসিস্ট এবং ক্রিশিয়ান এইডের নুজহাত জাবিন।
সভাপতিত্ব করেন অক্সফামের জোসি লি।
সাইড ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি কার্যকর এবং ন্যায়সঙ্গত সমাধানের রূপরেখা প্রণয়ন করা। এতে বিশেষভাবে জোর দেওয়া হয় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সহ্য করতে ব্যর্থ দেশ ও সম্প্রদায়গুলোর জন্য আন্তর্জাতিক তহবিল গঠন, ন্যায্য ক্ষতিপূরণ এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করার উপর।
বক্তারা তাদের বক্তব্যে লস আ্যান্ড ড্যামেজ ফান্ড এবং এই ফান্ডে সাধারণ মানুষের অগ্রাধিকারের ওপর গুরুত্বারোপ করেন। ক্ষতিগ্রস্ত এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে অতিসত্ত্বর এই তহবিলের আকার বৃদ্ধি এবং লোন নয় বরং ক্ষতিপূরণ হিসেবে তা প্রাপ্তির বিষয়ে তারা মতামত প্রদান করেন।
লিডার্সের নির্বাহী পরিচালক তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি বর্তমান বাস্তবতা। ক্ষতিগ্রস্ত দেশ ও সম্প্রদায়গুলো আজ টিকে থাকার লড়াইয়ে আছে। তাদের জন্য দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া বিশ্ব সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।
আলোচনার সময় বিশেষভাবে উঠে আসে একটি কার্যকর লস অ্যান্ড ড্যামেজ তহবিল গঠনের প্রয়োজনীয়তা। বক্তারা জানান, উন্নত দেশগুলো থেকে এই তহবিলে যথাযথ অর্থায়ন নিশ্চিত করতে না পারলে জলবায়ু সংকটে ভুক্তভোগী দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। এই তহবিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষি, বাসস্থান, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান পুনর্গঠনে সহায়তা করা হবে।