সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে গোপনে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্য ঠিকাদারদের প্রতিবাদের মুখে শ্যামনগর উপজেলা প্রকৌশলী গোপনে দেয়া সেই বিজ্ঞপ্তি বাতিল করে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেন।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শ্যামনগর উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার বলেন, উপজেলা পরিষদের অর্থায়নে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের আকাশলীনা ইকো পার্কের অভ্যন্তরে একটি বিনোদন কেন্দ্র কাম কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য গত ৭ নভেম্বর একটি কোটেশন বিজ্ঞপ্তি আহ্বান করা হয়। ওই স্থাপনাটি নির্মাণের জন্য ১০ লাখ টাকা ব্যয় ধরা হয়। সেখানে সম্পূর্ণ গোপনভাবে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য রবিবার (১৭ নভেম্বর) উপজেলা প্রকৌশলীর কার্যালয় সকল আয়োজন সম্পন্ন হয়। কিন্তু বিষয়টি অন্যান্য ঠিকাদারদের মধ্যে জানাজানি হলে তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলের কার্যালয়ে তাঁরা এ নিয়ে হইচই শুরু করেন। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন ওই কোটেশন বিজ্ঞপ্তিটি বাতিল করে পুনরায় রবিবার (১৭ নভেম্বর) অন্য একটি কোটেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারা আরোও জানান, এলজিইডির প্রকৌশলী জাকির হোসেন ও ঠিকাদারদের মধ্যে চরম বাদানুবাদ হয়। গোপনে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় ঠিকাদারদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। যদিও চাপের মুখে শেষ পর্যন্ত প্রকৌশলী ওই বিজ্ঞপ্তি বাতিল করে পুনঃকোটেশন গ্রহণের ঘোষণা দেন।
এ ব্যাপারে প্রকৌশলী জাকির হোসেন বলেন, ১৭ নভেম্বর কোটেশন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু আগেই নোটিশ বোর্ডের বিজ্ঞপ্তিটির চুরি হয়ে যায়। এ ব্যাপারে ঠিকাদারেরা আপত্তি ও অসন্তোষ প্রকাশ করে। তবে সেটি মিমাংসা হয়ে গেছে।
গোপনে কাউকে কাজ দেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ঠিকাদারদের অভিযোগ থাকায় পুনঃমূল্যায়ন করে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গোপনে কাজ পাইয়ে দেওয়ার ওই ঠিকাদারদের মধ্যে একজন শ্যামনগর উপজেলা যুবদলের প্রভাবশালী নেতা ও অন্যজন উপজেলা প্রকৌশলীর বিশ্বস্ত কাছের লোক বলে জানা গেছে।