তানজির কচি: সাতক্ষীরার বায়ু আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। একই সাথে বেড়েছে বায়ু দূষণের মাত্রা। সোমবার দুপুর দেড়টায় সাতক্ষীরার বায়ু দূষণের স্কোর ছিল ১৬৫। যা রোববার ছিল ১৬০।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।
আইকিউএয়ার সূত্রে জানা যায়, সাতক্ষীরার বায়ু দূষণের স্কোর আজ ১৬৫। দূষণের প্রধান উপাদান পিএম ২.৫। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত বায়ুমানের চেয়ে আজ ১৫ গুণ বেশি মাত্রায় বিরাজ করছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
পিএম বা পার্টিকুলেট ম্যাটার বলতে বাতাসে ভেসে বেড়ানো কঠিন ও তরল পদার্থের মিশ্রণকে বুঝায়, যা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না। এগুলো খুব সহজে নিঃশ্বাসের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানের সমন্বয়ে পিএম তৈরি হতে পারে। পিএম ২.৫ এর ব্যাস ২.৫ মাইক্রণের কম হয়।
এমতাবস্থায় বাড়ির বাইরে যাওয়ার সময় মাস্ক পরিধান, দূষিত বায়ু প্রবেশ রোধে ঘরের জানালা বন্ধ রাখা, বাড়ির বাইরে ব্যায়াম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বায়ু দূষণের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।