সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গণপ্রকৌশল দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

প্রতিবেদক
the editors
নভেম্বর ১৮, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় গণপ্রকৌশল দিবস ২০২৪ ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় তিনি বলেন, দেশের কাঠামোগত উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রশংসনীয় ভূমিকা রাখছে।

আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আইডিইবি’র সহসভাপতি ও উপজেলা ইঞ্জিনিয়ার (অব.) প্রকৌশলী আবেদুর রহমান, সহ-সভাপতি কামরুল আকতার তপু, সহকারী প্রকৌশলী সেলিম সরোয়ার, নবজীবন পলিটেকনিক’র সাবেক অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শেখ আব্দুল আলিম, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী,মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক ও এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ইন্সট্রাকটর (আরএসি) প্রকৌশলী মো. ফারুকুজ্জামান, এফডিইবি সভাপতি প্রকৌশলী এস এম পলাশ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি’র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!