সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আগামী মার্চ-এপ্রিলেই নির্বাচন দিতে হবে : এ্যানি

প্রতিবেদক
Shimul Sheikh
নভেম্বর ১৮, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা নয়। জনগণ দ্রুত নির্বাচন চায়, তাই আগামী মার্চ বা এপ্রিল মাসেই নির্বাচন দিতে হবে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তার বক্তব্যে এ্যানি বলেন, ক্ষমতায় থেকে লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে কেউ গুম-খুন হয়েছে, কেউ হামলা-মামলার শিকার হয়েছে। এসব অপকর্মে জড়িতদের সবাই এখনো গ্রেপ্তার হয়নি। বিচার প্রক্রিয়াও এখনো শুরু হয়নি। এজন্য সরকারের কাছে দাবি খুনিদের অনতিবিলম্বে বিচার করতে হবে। খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, জনগণের জন্য আমরা আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছি। জনগণের জন্য দেশটা গড়তে চাই। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে কথায় এবং কাজে মিল রাখা। এজন্য জনগণকে প্রাধান্য দিতে হবে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ষড়যন্ত্র পালায়নি। হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ জমাদ্দার, সদস্য সচিব নাছির হাওলাদার, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহিন তালুকদার।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘টাইগার ৩’ মুক্তির দিনক্ষণ জানালেন সালমান

দেবহাটায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক ও গরু বিতরণ

খেলতে গিয়ে গলায় বাইন মাছ বেঁধে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

এমএ ফারুক ও মফজুলার রহমান খোকনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শোক

শ্যামনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: সীমান্তে চোরাচালান রোধে গুরুত্বারোপ

বাংলাদেশসহ বিশ্বকাপে ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন

আনোয়ার হোসেনকে ১ম ভাষা শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

লোকাল অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

ভোমরার লক্ষীদাড়ী থেকে ১১টি স্বর্ণের বারসহ যুবক আটক

পাকিস্তান সিরিজে খেলবেন সাকিব

error: Content is protected !!