কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপকূলীয় অঞ্চলের ১৭টি পরিবারকে ঘর সংস্কারের জন্য আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের কার্যালয়ে শেয়ার ট্রাস্ট ও স্ট্যাট ফান্ড বাংলাদেশ এবং সুন্দরবন কোয়ালিশন ও সিএনআরএসের টেকনিক্যাল সহযোগিতায় ও বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের উদ্যোগে পরিবারগুলোকে এই সহায়তা করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, সিএনআরের টেকনিক্যাল ম্যানেজার হারুন অর রশিদ, মিলনী যুব সংঘের স্বেচ্ছাসেবক অপূর্ব মন্ডল, সুব্রত মুন্ডা, নাজমুল হুদা মিলন, সুদীপ্ত ঢালী, রবেন মুন্ডা, সৌমেন মুন্ডা প্রমুখ।
এসময় প্রত্যক পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
চেক বিতরণ শেষ উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস দীর্ঘদিন পরিত্যক্ত বড়বাড়ী শীলপুকুর সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন।