মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
the editors
নভেম্বর ২৬, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বাগেরহাটের মোংলার মাকড়ঢোন এলাকায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের মেছেরশাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়িতে ঢুকেন একই এলাকার মাইকেল মধুসূদন সড়কের বাসিন্দা তন্ময় মন্ডল (৩৫)। তন্ময় ওই বাড়িতে ঢুকে বাড়ির মালিক সুনিলকে খুঁজতে থাকেন বলে দাবি পরিবারের। সুনীল বাড়িতে না থাকায় তার স্ত্রী সবিতা মল্লিক বের হলে তাকে জিজ্ঞেস করেন সুনীল কোথায়। সবিতা মল্লিক বলেন, তিনি বাড়িতে নেই, প্রাইভেট পড়াতে গেছেন। তখন তন্ময় তাকে বাড়ির ভিতর থেকে রাস্তায় এগিয়ে দেয়ার জন্য বললে সবিতা মল্লিক তাকে এগিয়ে দিতে যান। এগিয়ে দিতে বাড়ির পুকুর পাড় পর্যন্ত গেলেই তন্ময় তাকে দা দিয়ে কুপিয়ে পাশের ডোবায় ফেলে দেন বলে দাবি পরিবারের।

এরপর সেখান থেকে আবারো ফিরে সুনীলের বাড়িতে গিয়ে তাদের মেয়ে হ্যাপী মল্লিক (২৫)কে মারধর করতে থাকেন এবং তাকেও গলা টিপে হত্যার চেষ্টা করেন তন্ময়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে থাকলে তন্ময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত হ্যাপী তার মাকে খুঁজতে গিয়ে ডোবায় পড়ে থাকতে দেখেন। এসময় প্রতিবেশীদের সহায়তায় তিনি তার মাকে (সবিতা) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মৌসুমি ইয়াছমিন বলেন, রক্তক্ষরণ হয়ে অন্যথায় পানিতে ফেলা দেয়ায় ডুবে ঘটনাস্থলে কিংবা পথে তার মৃত্যু হয়েছে।

অভিযুক্ত তন্ময় মাকড়ঢোনের কালিপদ মন্ডল ওরফে কালুর ছেলে। তন্ময় পেশায় একজন ইজিবাইক চালক। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা ও পুলিশ সুনিশ্চিত কোন তথ্য জানাতে পারেনি।

এ ঘটনায় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এটা নিশ্চিত একটি হত্যাকাণ্ডন্ড। হত্যাকারীকে আটকে আমরা মাঠে রয়েছি। তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোন ক্লু পাওয়া যায়নি।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!