ডেস্ক রিপোর্ট: জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সাতক্ষীরায় আসছেন শনিবার। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
শনিবার দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ডা. শফিকুর রহমান।
শুক্রবার দুপুরে প্রস্তুতি যাচাইয়ে সম্মেলনস্থল পরির্দশন করেছেন দলটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ। এসময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধাপক অবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, শহর শিবিরের সভাপতি আল মামুন, শুরু সদস্য নজরুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।