সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে তেল নিয়ে ব্যবসায়ীদের তেলেসমাতি কাণ্ডে সরকারের আমদানি শুল্কছাড় কোনো কাজেই আসছে না। এতে দিন দিনই নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে ভোজ্য তেলের বাজার। গত মাসের প্রথম সপ্তাহে ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক ও দাম কমার কথা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না।
কোম্পানিগুলো সয়াবিন তেল শর্ত দিয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছে দাবি করে শ্যামনগর বাজারের ব্যবসায়ীরা জানান, ভোজ্য তেল প্রক্রিয়াজাতকারী করপোরেট কোম্পানিগুলো তাদের (খুচরা বিক্রেতাদের) সংশ্লিষ্ট কোম্পানির কম চাহিদাসম্পন্ন (বিক্রয় কম হওয়া) পণ্য নিতে বাধ্য করছে। অর্থাৎ কোনো কোম্পানির ভোজ্য তেল ছাড়াও যদি আটা, ময়দা, সুজি বা চিনি থাকে, তাহলে সংশ্লিষ্ট দোকানদারদের এর মধ্যে কম চাহিদাসম্পন্ন পণ্যটি কিনতে বাধ্য করা হচ্ছে। আর দোকানদার তা নিতে অপারগতা প্রকাশ করলে কোম্পানির তেল তাদের দেওয়া হচ্ছে না। একই প্রক্রিয়ায় দোকানদার খুচরা ক্রেতাদের তেল কোম্পানির অন্য যেকোনো একটি পণ্য নিতে বাধ্য করছেন। ক্রেতা সেসব পণ্য নিতে অপারগতা প্রকাশ করলে তাদের লিটারপ্রতি ১৩ থেকে ২০ টাকা বেশি দিতে হচ্ছে।
সপ্তাহ ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে ১০ টাকা বেড়েছে। বর্তমানে খোলা পাম অয়েল ১৭০-১৭৫ টাকা এবং সয়াবিন তেল ১৮৫-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিনের লিটার ১৬৭ টাকা।
বাজার ঘুরে বেশির ভাগ দোকানে বোতলজাত ভোজ্যতেল পাওয়া যায়নি। দু-এক দোকানে পাঁচ লিটারের বোতল ঝুলানো থাকলেও তাতে নেই তেল। এক বা দুই লিটারের তেলের বোতল ব্যবসায়ীরা রেখেছেন লুকিয়ে। অনেকেই সেই তেল লুকিয়ে রেখে পরিচিত ক্রেতাকে দিয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি নিচ্ছেন। এরই ধাক্কায় বেড়ে গেছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম। ফলে দোকানিরা বাড়তি দর পেতে বোতল থেকে ঢেলে খোলা সয়াবিন হিসেবে বিক্রি করছেন।
নকিপুর বাজারের কয়েকটি দোকান ঘুরে পাঁচ লিটার সয়াবিন তেল কিনেছেন মেহেদী হাসান। তাও গায়ের দাম ৮১৮ টাকায় পাননি। পরিচিত দোকানি বলে ৩২ টাকা বেশি দিয়ে পেয়েছেন। হতাশা প্রকাশ করে শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের এ বাসিন্দা বলেন, যেখানেই যাই, তেল নাই। থাকলেও সংকটের অজুহাতে ৬০ থেকে ৭০ টাকা বেশি চাচ্ছেন। কপাল ভালো, পরিচিত দোকানি থেকে নিতে পেরেছি।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি ও ডিলার তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। আর যদিও মিলছে সেখানে কোম্পানিগুলো তেল কেনার জন্য শর্তজুড়ে দিচ্ছেন।
নকিপুর বাজারের বর্নিতা স্টোরের সত্ত্বাধিকারী মিলন দে জানান, শর্ত দিয়ে তেল বিক্রি করতে গেলে কাস্টমারের সঙ্গে আমাদের বাকবিতণ্ডায় জড়াতে হয়। এতে করে ব্যবসায়িক পরিবেশ নষ্ট হয়। তবে শর্তপূরণ না করলে কোম্পানিগুলো আমাদের তেল দিচ্ছে না। এতে বাজারে একধরনের সংকট তৈরি হয়েছে।
কারা আপনাদের এসব শর্তে জড়াচ্ছে জানতে চাইলে মিলন দে বলেন, ফ্রেশ, পুষ্টি, তীরসহ প্রায় সব কোম্পানিই শর্ত দিয়ে তেল সাপ্লাই দিচ্ছে। তাতে এক কার্টন তেলের সঙ্গে এক বস্তা চিনেকানির চাল অথবা আটা, সুজি ও চিনি আমাদের কিনতে বাধ্য করছে। কিন্তু আমরা তো ক্রেতাদের কাছে এভাবে বিক্রি করতে পারছি না। তখন আমরা ক্রেতাদের কাছ থেকে লিটারপ্রতি ১০-১৫ টাকা বেশি নিচ্ছি।
অবশ্য ডিলার ও কোম্পানি প্রতিনিধিদের ভাষ্য, অনেক কোম্পানি উৎপাদন বন্ধ রেখেছে। যারা উৎপাদনে আছে, বিশ্ববাজারে দর বাড়ার কারণে তারাও সরবরাহ কমিয়ে দিয়েছে।
ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন, এগুলো ব্যবসায়ীদের মনগড়া যুক্তি। বর্তমানে যে তেল বাজারে বিক্রি হচ্ছে, তা আমদানি হয়েছে ৩ থেকে ৪ মাস আগে। তখন বিশ্ববাজারে দর কম ছিল। এখন বিশ্ববাজার বাড়লেও সে তেল আমদানি করে পরিশোধনের পর বাজারে আসতে অন্তত দুই মাস লাগবে।
ভোক্তাদের দাবি, ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধি ও দাম স্বাভাবিক রাখতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত ১৭ অক্টোবর অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত পাম অয়েল ও সয়াবিন বীজ এই তিনটি পণ্য আমদানিতে ভ্যাট ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করে। ১৯ নভেম্বর স্থানীয় উৎপাদন পর্যায়ে আরও ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দিয়ে শুধু আমদানিতে ৫ শতাংশ রেখেছে। এ পদক্ষেপে বোতলজাত এবং খোলা উভয় তেল লিটারে ১০-১২ টাকা দাম কমার কথা। কিন্তু বাজারে উল্টো চিত্র। বেড়েছে দাম। আবার টাকা দিয়েও মিলছে না তেল।
প্রসঙ্গত, সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, খুচরা পর্যায়ে বর্তমানে এক লিটার খোলা সয়াবিন ১৬৫ থেকে ১৬৮ টাকা, এক লিটারের খোলা পাম অয়েল ১৫৭ থেকে ১৫৯ টাকা ও এক লিটারের সুপার পাম অয়েল ১৬২ থেকে ১৬৩ টাকায় বিক্রি হচ্ছে।