ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টুকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) বিকালে তাকে আটক করা হয়।
তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তের স্বার্থে আটকের কারণ সম্পর্কে এখনি বিস্তারিত বলা যাচ্ছে না।
এদিকে, দায়িত্বশীর সূত্র জানায়, কামরুল ইসলাম লাল্টু আওয়ামী লীগের সমর্থক। তবে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।