ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে আওয়ামী শাসন আমলে কারাবরণকারী নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার বিকালে রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় ভোমরা ইউনিয়ন বিএনপির সদস্য বাশারাত আলী গাজী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ, সাবেক অর্থ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, ভোমরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লুতফর রহমান মন্টু, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন প্রমুখ।
ভোমরা ইউনিয়ন বিএনপির সদস্য আমিনুল ইসলাম বাবু’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলী লাল্টু, ইউনিয়ন বিএনপির সদস্য আশরাফুল আলম, মাহবুবুর রহমান, মোকছেদ আলী, নুরুল ইসলাম নুরু, আব্দুর রাজ্জাক, আক্কাজ আলী প্রমুখ।