ডেস্ক রিপোর্ট: আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহতসহ নিহত হয়েছেন ৩৩ জন। এছাড়া কারাগার থেকে পালিয়ে গেছেন অন্তত ১৫০০ বন্দি। ২টি আলাদা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি এবং রয়টার্স।
দেশটির পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল জানান, রাজধানী মাপুতোর একটি কারাগারে সংঘটিত এ সহিংসতায় ৩৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এছাড়া কারাগার থেকে পালিয়েছেন দেড় হাজারের বেশি বন্দি। মূলত, গত অক্টোবরে বিতর্কিত নির্বাচনের পরে দেশজুড়ে সহিংসতা অব্যাহত রয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনে ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করে দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া এক সিদ্ধান্তের প্রতিবাদে সরকারবিরোধী পক্ষের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভ কারাগারের কাছে পৌঁছালে বন্দিরা দেওয়াল ভেঙে পালিয়ে যান।
গত অক্টোবর থেকে চলমান এ সহিংতায় রীতিমতো কাঁপছে মোজাম্বিক। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ক্ষমতাসীন ফ্রেলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাপো বিজয়ী হয়েছেন। এরপর পরই বিরোধী পক্ষের বিক্ষোভে গত তিন মাসে প্রায় ১৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।