ডেস্ক রিপোর্ট: ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিওগুলোর সহযোগিতায় এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েত উল্লাহ, উপজেলা জামায়েতে ইসলামী আমীর নূরুল আফছার মোর্তজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. প্রসুন কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, ইএসডিও কর্মকর্তা মাসুকুল ইসলাম, বারসিক কর্মকর্তা আসাদুল ইসলাম, আইডিয়াল কর্মকর্তা সুব্রত বাছাড়, ফ্রেন্ডশীপের হামিদুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজ, জেজেএসের আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।
এর আগে একটি র্যালি উপজেলা পরিষদ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।