সোমবার , ১৫ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় ঝড়ে ভেঙে পড়লো ৮তলা ভবনের শো গ্লাস, আহত ৩

প্রতিবেদক
the editors
মে ১৫, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আকস্মিক ঝড়ে আটতলা ভবনের শো গ্লাস ভেঙে পড়ে তিন ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন।

সোমবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতক্ষীরা শহরের শহিদ নাজমুল সরণির আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবন থেকে গ্লাস ভেঙে পড়ার এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, কলারোয়া উপজেলার কয়লা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও হোসেন এবং সাতক্ষীরা শহরের ইজিবাইক চালক আবুল হোসেন। এদের মধ্যে রফিকুল ইসলাম ও হোসেন ভবনটির সামনে খিরাই বিক্রি করেন।

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বলেন, মাগরিবের নামাজ চলা অবস্থায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এসময় দমকা হাওয়ায় আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশেরস বলাইয়ের আটতলা ভবনের শো গ্লাস ভেঙে পড়ে। এতে অনেকেই আহত হন। এর মধ্যে তিনজনকে হাসপাতালে এনেছি। আহতদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। তার মাথায় কাঁচ পড়ে গভীর ক্ষত হয়েছে। অন্যান্যদের অবস্থাও ভালো না।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!