মঙ্গলবার , ১৬ মে ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক
admin
মে ১৬, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। শহরের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে।

মঙ্গলবার (১৬ মে) সকালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে।

সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সন্দেহভাজন রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করার চেষ্টা করছে।

সরকারের পক্ষ থেকে বার্তা দিয়ে মানুষকে সতর্ক করা হচ্ছে। সবাইকে জানালা থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আকাশ থেকে পড়েছিল।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরের চিড়িয়াখানাসহ কেন্দ্রীয় জেলাগুলোতে কিছু রকেটের ধ্বংসাবশেষ পড়েছে। আহতের খবরও রয়েছে।

কিয়েভের এক কর্মকটা বলেছেন, এটি জটিল আক্রমণ। এতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করা হয়েছে।

রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, অল্প সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক ক্ষেপণাস্ত্র আকাশে উড়েছিল। প্রাথমিক তথ্য অনুসারে, কিয়েভের আকাশসীমায় শত্রুর বেশিরভাগই শনাক্ত এবং ধ্বংস করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!