ডেস্ক রিপোর্ট: সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) ৩য় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসন।
এতে সভাপতি হয়েছেন মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বায়োকেমিস্টি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের রিদুয়ানুল ইসলাম মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড.আবুল হোসেন নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও দিকনির্দেশনা দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভালো মানের বিতর্কিক তৈরির পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়েও যেন এর সুনাম বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়াও দ্বায়িত্বপ্রাপ্ত বাকি সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি মুশফিকুর রহমান আসিফ, সাংগঠনিক সম্পাদক নিশাত নুবনা মিতু, কোষাধ্যক্ষ আসফাত রহমান মুন্না, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক জিহাদ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.রাকিব হোসেন, কার্যনির্বাহী সদস্যা- আতিউর রহমান, কানিজ ফাতিমা লিমা, সাদিয়া রহমান তন্বী ও সামিউল ইসলাম।
কমিটিতে সাতক্ষীরার দুইজন স্থান পেয়েছে। এরা হলেন ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী সাদিয়া রহমান তন্বী ও আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র সামিউল ইসলাম মুন্না।
প্রসঙ্গত, এদিন ‘এই সংসদ (বিশ্ব) আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ সমর্থন করে না’ বিষয়ে মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়।