সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি সংস্থা লিডার্সের উদ্যোগে উদ্ভাবনী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর সহযোগিতায় লিডার্সের প্রধান কার্যালয় চত্বরে অনুষ্ঠিত কৃষি মেলায় স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা অভিযোজিত কৃষি প্রযুক্তি এবং উন্নত পদ্ধতি প্রদর্শন করেন।
প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা নাছিমা আনোয়ারা বেগম, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন ও ১নং ইউপি সদস্য হরিদাস হালদার।
কৃষি মেলায় আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন, অসিত মন্ডল, টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক প্রমুখ।
এই মেলায় স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শনী করা হয়।
এগুলোর মধ্যে রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, জৈব সার ও জৈব বালাইনাশক, ফোঁটায় ফোঁটায় সেচ, মডেল বাড়ি, বীজ সংরক্ষণ পদ্ধতি, মিনি পুকুর খনন, সমন্বিত চাষ ব্যবস্থাপনা, বিনা চাষে সবজি, কর্কশীট, ঝুড়ি এবং বালতিতে সবজি চাষ, মালচিং করে বিভিন্ন সবজি চাষ, স্বল্প পানিতে সেচ, ইঁদুর
দমন পদ্ধতি ইত্যাদি।