বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

অপহরণের চেষ্টা, গাড়ি থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন নায়িকা নিঝুম

প্রতিবেদক
admin
জানুয়ারি ২২, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: রাজধানীতে দিনেদুপুরে অপহরণের মুখে পড়েছিলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। তবে পরিস্থিতি টের পেয়ে গাড়ি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এমন ঘটনার শিকার হন নিঝুম। এরপর এদিন রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে পুরো বিষয়টি তুলে ধরেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে উবার চালকের ছবি শেয়ার করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা। যেখানে নিঝুম বলেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হবে। কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাবো। উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরও সে গুলশান রোডে ঢুকেছে।’

পরের ঘটনা উল্লেখ করে এই নায়িকা বলেন, ‘তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল চুপ থাক কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।’

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা লেখেন, ‘আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরপত্তা পাবো না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত।’

এদিকে ঘটনার পরই অভিনেত্রীর স্বামী ঢাকায় ফিরেছেন। বিকেলে হাতিরঝিল থানায় তারা একটি জিডি দায়ের করেছেন।

উল্লেখ্য, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝুম রুবিনা। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোতে। সর্বশেষ ‘লিপিস্টিক’ সিনেমায় তাকে দেখা গেছে। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’, এবং আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ নামে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/theeditors.net/public_html/wp-includes/formatting.php on line 4705
slot gacor slot gacor slot gacor toto edctoto toto edctoto edctoto edctoto edctoto edctoto EDCTOTO edctoto edctoto edctoto