রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বাংলাদেশ-পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা

প্রতিবেদক
Shimul Sheikh
জানুয়ারি ২৬, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ। পেশোয়ার প্রেসক্লাব পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাব্য পরিকল্পনার কথা উল্লেখ করেন ইকবাল হুসাইন। তিনি বলেন, এই উদ্যোগ ভ্রমণ ও যোগাযোগকে সহজ করবে এবং পর্যটন, শিক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে।

দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উন্নতি লাভ করছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এমনটা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে সীমিত পরিসরে বাণিজ্য চলছে।

খাইবার পাখতুনখোয়ায় স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথাও উল্লেখ করেছেন হাইকমিশনার ইকবাল হুসেইন। আগামী সংসদ নির্বাচন ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অগ্রাধিকার বিষয়েও কথা বলেন ইকবাল হুসাইন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!