মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের নলতায় সাইফুল ইসলাম ওরফে সামাদ (১৭) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা চেষ্টায় ব্যবহৃত ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে এ মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিত (২১) কে গ্রেফতার করা হয়। পরে ওই দিন রাত ৮টায় অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে ইন্দ্রনগর গ্রামে অমিতের শয়নকক্ষ থেকে প্রথমে ছুরি ধার দেয়া বালিধারা ও বালি উদ্ধার করে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুরে আসামি অমিতের দেয়া তথ্যানুযায়ী দ্বিতীয় ধাপে অভিযান চালিয়ে ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের পাশের কবরস্থান থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক প্রদীপ সানা।
এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সানার নেতৃত্বে মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিতকে নিয়ে দুই ধাপে অভিযান চালিয়ে হত্যাচেষ্টায় ব্যবহৃত ধারালো একটি ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, ১১ মার্চ রাত পৌনে ৭টার দিকে ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে সাইফুল ইসলাম ওরফে সামাদকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একই গ্রামের কুখ্যাত ডাকাত রেজাউল পাড়ের ছেলে আশরাফুল ইসলাম অমিত ও অন্যান্য আসামিরা। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম অমিত পালিয়ে যায়।
এ সময় রক্তাক্ত অবস্থায় সাইফুল ইসলাম ওরফে সামাদকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।