মঙ্গলবার , ২৩ মে ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার অপরাধে ৮ জেলে আটক

প্রতিবেদক
admin
মে ২৩, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

শহীদুজ্জামান শিমুল/সুলতান শাহজান: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার সময় আট জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

মঙ্গলবার (২৩ মে) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া নদী থেকে তাদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ২টি বড় নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

আটক জেলেরা হলেন- খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের তজিমুদ্দীনের ছেলে রশিদ, আক্কেল আলীর ছেলে শফিকুল, মোক্তার আলীর ছেলে মান্নান, ইসমাইল সরদারের ছেলে আল-আমিন, রশিদ গাজীর ছেলে মোঃ নূরুজ্জামান, রশিদ সরদারের ছেলে রোকনুজ্জামান এবং পাতাখালী গ্রামের নুরুল আমিন সানার ছেলে জাহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের ছেলে ফজর আলী।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালিয়ে আট জেলেকে আটক করেছে। আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। #

২৩.৫.২০২৩

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!