বুধবার , ৩১ মে ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নে সেমিনার

প্রতিবেদক
the editors
মে ৩১, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ও দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সিনিয়র মৎস্য অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আজহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক তপন কুমার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন।

এ সময় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, বিনা সুদে ক্ষুদ্র ঋণ, শিশু সুরক্ষা, সামাজিক অবক্ষয় প্রতিরোধ কার্যক্রম, সেবামূলক ও কমিউনিটি ক্ষমতায়ন কার্যক্রম, প্রতিবন্ধীদের কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে বলে উল্লেখ করা হয়।

বর্তমানে সুবিধাভোগীদের ভাতার টাকা মোবাইল ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু কিছু প্রতারক কৌশলে সহজসরল ভাতাভোগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কোড চেয়ে নিয়ে টাকা তুলে নিচ্ছেন। এবিষয়ে সতর্ক থাকাসহ মোবাইল ফোনে কেউ ওটিপি বা পাসওয়ার্ড চাইলে তা না দেয়ার নির্দেশনা দেয়া হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!