শনিবার , ২ আগস্ট ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে তৃতীয় আর্জেন্টিনা

প্রতিবেদক
shimulsheikh862@gmail.com
আগস্ট ২, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: শিরোপা জয়ের আগেই ছিটকে যেতে হয়েছে দল দুটিকে। কোপা আমেরিকা ফেমিনিনার সেমিফাইনালে আর্জেন্টিনা হেরেছে কলম্বিয়ার কাছে আর উরুগুয়ে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে আর্জেন্টিনার কাছে।

আজ নারী কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হলো আর্জেন্টিনা এবং উরুগুয়ে (argentina vs uruguay)। ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হলো। ইকুয়েডরের কুইটোয় নির্ধারিত সময় দুই দলের খেলা ছিল ২-২ গোলে সমতা।

শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জনকারী দল খুঁজে পেতে যেতে হলো টাইব্রেকার নামক লটারিতে। যেখানে উরুগুয়েকে (uruguay) ৫-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করলো আর্জেন্টিনা (argentina)। উরুগুয়ে হলো চতুর্থ স্থান অর্জনকারী দল।

ম্যাচের নির্ধারিত সময়ে ২৪তম মিনিটে আলদানা কমেত্তির গোলে প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৩৫তম মিনিটে সেই গোল পরিশোধ করে দেয় উরুগুয়ের এসপেরাঞ্জা পিজারো। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে এসে জুলিয়ানা ভিয়েরার গোলে এগিয়ে যায় উরুগুয়ে।

২-১ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলো উরুগুয়ে। তবে ৮৩তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক নেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো।

২-২ গোলে নির্ধারিত সময় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। ভাগ্য গড়ার এই পর্বে এসে উরুগুয়ের স্টেফানি ল্যাকোস্তে শট মিস করেন। যেটা জিতিয়ে দেয় আর্জেন্টিনাকে, হারিয়ে দেয় উরুগুয়েকে। আগামীকাল সকালে (বাংলাদেশ সময়) ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং কলম্বিয়া।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/theeditors.net/public_html/wp-includes/formatting.php on line 4705