সোমবার , ৫ জুন ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রতিবেদক
the editors
জুন ৫, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ

ইলিয়াস হোসেন, তালা: ‌‌‘প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে’ এই স্লোগানকে সামনে রেখে তালায় যথাযথ মর্যদায় বিশ্ব পরিবেশ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৫ জুন) সকাল ১০টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচি এবং এসইপি প্রকল্পের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা প্রেসক্লাবের সভাপতি ও ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, ৬নং তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের ম্যানেজার এস এম নাহিদ হাসান, কৈশোর কর্মসূচির মো ফারুক হোসেন, পরিবেশ কর্মকর্তা মো ইরফান, ডকুমেনটেশন কর্মকর্তা শেখ পারভেজ আল মামুন, উন্নয়ন প্রচেষ্টার ফয়সাল হোসেন, মাসুদ রানা, সব্যসাচী বাপিসহ কিশোর কিশোরী ক্লাবের শতাধিক দুই শতাধিক সদস্য অংশ নেয়।

র‌্যালি শেষে শিল্পকলা একাডেমির হলরুমে উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এসএম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও এসইপি (ডেইরি) প্রকল্পের ম্যানেজার গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় তরুণদের এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে সব শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষ কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ এবং শিল্পকলা একাডেমি চত্বরে গাছের চারা রোপণ করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!