সোমবার , ৫ জুন ২০২৩ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে অর্ধশত বছরের পানি নিষ্কাশনের পথ জবরদখলের অভিযোগ

প্রতিবেদক
the editors
জুন ৫, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ

মাসুদ পারভেজ: কালিগঞ্জে অর্ধশত বছরের পানি নিষ্কাশনের পথ ও রাস্তা জবরদখল করে জনভোগান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে শ্রীকৃষ্ণ ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান মৌজার (জেএল ৩১) সাবেক ৫৭৭ ও বর্তমান জরিপে ৭২৮ দাগের জমি ১নং খাস খতিয়ানে রেকর্ডভুক্ত রয়েছে। ওই জমি দিয়ে গ্রামের একটি অংশের পানি নিষ্কাশিত হয়। এছাড়াও খাস জায়গার অংশ বিশেষে ইটের সোলিংয়ের রাস্তা আছে। দীর্ঘদিনের পানি নিষ্কাশনের পথ সম্প্রতি আকস্মিকভাবে লাঠিয়াল বাহিনীর সহায়তায় ঘেরাবেড়া দিয়ে নিজের জমির মধ্যে নিয়ে নেয় তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের গঙ্গাধর ঘোষের ছেলে শ্রীকৃষ্ণ ঘোষ। বিষয়টি জানার পরপরই এলাকাবাসী সরকারি পরিসেবার ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জবরদখলকারী চক্র চলে যায়। বিষয়টি তারালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্রীকান্ত মন্ডলকে জানালে তিনি ঘটনাস্থলে যেয়ে জবরদখলকারীকে ঘেরাবেড়া নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু এসবের তোয়াক্কা নাকে পরদিন সকালে আবারও লাঠিয়াল বাহিনী নিয়ে সরকারি জায়গা জবরদখল করে নেয় শ্রীকৃষ্ণ ঘোষ। এঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা সরকারি জায়গা জবরদখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জানিয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা জবরদখলের বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলীকে নিদের্শনা প্রদান করেছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!