মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরায় প্রাণের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয়ে গেল ফল উৎসব।
এই ফল উৎসবকে ঘিরে শনিবার (১০ জুন) বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলার সাংস্কৃতিক কর্মী, কবি-সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মিলন মেলা বসেছিল।
আম, জাম, কাঠাল, লিচুসহ নানা প্রকার ফল উপভোগে মেতে উঠেছিল আবাল-বৃদ্ধ-বণিতা।
সেই সাথে বিশিষ্ট কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী ও কামরুল হাসানের গান ফল উৎসবে নতুন মাত্রা যোগ করে।
বিকাল ৫টায় উদীচী সাতক্ষীরা জেলা সংসদ আয়োজিত এই ফল উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।
উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডের পরিচালনায়
উৎসবে অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কমরেড আবুল হোসেন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুল রব ওয়ার্ছি, অ্যাড. ফাহিমুল হক কিসলু, প্রাবন্ধিক শুভ্র আহমেদ, কামরুজ্জামান রাসেল, কবি গাজী শাহজাহান সিরাজ, কবি স ম তুহিন, ছড়াকার আহমেদ সাব্বির, অধ্যাপক ইদ্রিস আলী, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, সাবিকুর রহমান বাবলা প্রমুখ।