ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে ফসল চাষাবাদ কৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা উপকেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. বাবুল আকতারের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার সিএসও ড. সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর উপরিচালক সাতক্ষীরা কৃষিবিদ সাইফুল ইসলাম, প্রকল্প পরিচালক ড. সাকিনা খানম, সাংবাদিক ও কৃষক জি এম মনিরুল ইসলাম মিনি, বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কুমার প্রমুখ।
এতে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব ও লবণাক্ততা মোকাবেলা করে অধিক ফসল ফলানোর কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় ৫০ জন কৃষক অংশ নেন।