মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে কানিজ সুবর্ণা (১৭) নামে এক এসএসসি ফল প্রার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গণপতি গ্রামে এ ঘটনা ঘটে।
কানিজ সুবর্ণা উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের কাইয়ুম হোসেনের মেয়ে ও কালিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
সুবর্ণার চাচা বাকিয়ার রহমান জানান, সুবর্ণা প্রতিদিনের ন্যায় তার মায়ের সাথে মাগরিবের নামাজ শেষে নিজ ঘরে পড়াশোনা করতে যায়। পরবর্তীতে এশার আজান দিলে তার মা এশার নামাজ পড়ার জন্য তাকে বলে নিজে নামাজ পড়তে যায়। নামাজ শেষে এসে জানালা দিয়ে দেখে সে ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। তার মা তাকে অনেকবার নামাজ পড়ার কথা জিজ্ঞাসা করলেও কোনো উত্তর না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। তখন তার ডাক চিৎকারে অন্যান্য ছুটে যায়। পরবর্তীতে ঘরের দরজা ভেঙে দেখা যায় সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। তৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।