ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় পরিকল্পিতভাবে এক মুক্তিযোদ্ধার সন্তান ও তার পরিবারকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে তালা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো: তবিবুর রহমানের ছেলে আবু সাঈদ মোহম্মদ ইদ্রিস এই সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে আবু সাঈদ মোহম্মদ ইদ্রিস বলেন, সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের প্রয়াত লোলিত মোহন সাহা মুক্তিযোদ্ধা ছিলেন না। অমুক্তিযোদ্ধা হয়েও লোলিত মোহন সাহার সন্তানরা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসছে। এর প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয় আমাদের পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করার চক্রান্ত শুরু করে। এর জের ধরে গত ২০ আগস্ট মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে লোলিত মোহন সাহার সন্তান প্রতাপ কুমার সাহা পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করে। সেখানে আমার পিতা বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, আমার চাকুরিজীবী ভগ্নিপতি মল্লিক শফিকুল ইসলাম এবং আমাকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। আমাদের নামে জিডি করা হয়েছে। আমরা নাকি প্রতাপ কুমার সাহাকে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করেছি। অথচ সেদিন এধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমাদের অবস্থান সেদিন ভিন্ন ভিন্ন স্থানে ছিলো। যা মোবাইলের কললিস্ট চেক করলে বেরিয়ে আসবে। এটি তদন্তকারী কর্মকর্তাকে অবগত করলেও তিনি আমাদের কথা শোনেননি। প্রকৃত সত্যকে আড়াল করার জন্য লোলিত মোহনের সন্তানসহ জনৈক স্বার্থান্বেষী ব্যক্তি আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জিডির প্রেক্ষিতে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনকেও প্রভাবিত বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, একটি অপরাধের প্রতিবাদ করায় তাদের হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার সময় আবু সাঈদ মোহম্মদ ইদ্রিসের সাথে তার ভগ্নিপতি মল্লিক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।